স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২ - স্যামসাংয়ের মোবাইল ফোন করলেই বাংলাদেশে খুবই জনপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2022 সালের স্যামসাং মোবাইল ফোনের দাম গুলি। আমি এখানে চেষ্টা করেছি বেশ কয়েকটি স্যামসাং মোবাইল ফোনের দাম তুলে ধরার জন্য। এখান থেকে যদি আপনার পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনি পুনরায় গুগল অথবা ইউটিউব থেকে পুনরায় আবার দাম দেখে নিন। অথবা আপনি স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফোনের দাম এবং মডেল নাম্বার দেখে নিতে পারেন।
স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান, স্যামসাং একটি সুপরিচিত নাম। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হলো স্যামসাং। স্যামসাং মোবাইল ফোনের দাম হাতের নাগালে থাকার পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স ভালো হওয়ার কারণে আমাদের দেশেও স্যামসাং এর ফোন বেশ জনপ্রিয়।
বিশেষ করে স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজের ফোনসমুহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মন জয় করে নেয় ফোনগুলো। দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মাধ্যমে শাওমি ও রিয়েলমির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় আছে স্যামসাং।
চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন স্যামসাং মোবাইল এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত। উল্লেখ্য যে এখানে ফোনগুলোর অফিসিয়াল দাম তালিকাভুক্ত করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি – Samsung Galaxy Z Fold 3 5G
স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ | স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি - Samsung Galaxy Z Fold 3 5G
ফোল্ডেবল ফোনের দুনিয়ায় স্যামসাং নতুন কোনো নাম নয়। স্যামসাং এর তৃতীয় ফোল্ডেবল স্মার্টফোন বাংলাদেশের বাজারে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ৭.৬ইঞ্চি ডিসপ্লের এই ফোল্ডেবল ফোনটি ফোল্ড করেও বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এছাড়াও স্যামসাং এর প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা রয়েছে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ফোনটিতে।
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৭.৬ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
র্যামঃ ১২জিবি
স্টোরেজঃ ২৫৬জিবি
ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
আন্ডার ডিসপ্লে ক্যামেরাঃ ৪মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪৪০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর দামঃ ১৮৪,৯৯৯টাকা
[★★] মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি – Samsung Galaxy S21 Ultra 5G
স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ - স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি - Samsung Galaxy S21 Ultra 5G
প্রতি বছরের ন্যায় ২০২১ সালের স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিলো স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা। শুধু নামে নয়, কাজেও এই ফোন আলট্রা পারফরম্যান্স দেখাতে সক্ষম। বাংলাদেশে গ্যালাক্সি এস২১ সিরিজের আরো বেশ কিছু ফোন বিক্রি করে স্যামসাং। সবগুলো দেখতে এখানে তাদের অফিসিয়াল পেজ ভিজিট করুন।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ২১০০
র্যামঃ ১২জিবি
স্টোরেজঃ ২৫৬জিবি
ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর দামঃ ১৩৯,৯৯৯টাকা
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা – Samsung Galaxy Note 20 Ultra
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা - Samsung Galaxy Note 20 Ultra
গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটির মুক্তির প্রায় দুই বছর পরও এই ফোনের আকর্ষণ এতটুকু কমেনি।
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৯ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ৯৯০
র্যামঃ ১২জিবি
স্টোরেজঃ ২৫৬জিবি
ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা মোবাইল ফোনের দাম ১৩৪,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি – Samsung Galaxy Z Flip 3 5G
Samsung Galaxy Z Flip 3 5G
ফোল্ডেবল ফোনের জগতে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ উল্লেখযোগ্য একটি নাম। ফ্লিপ মেকানিজম উপর তৈরী এই ফোনকে একই সাথে অতীত ও ভবিষ্যতের ফোন বলে মনে হয়।
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ২৫৬জিবি
ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৩৩০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর দামঃ ১০৯,৯৯৯টাকা
👉 স্যামসাং ওয়ান ইউআই ৪ এর নতুন ফিচারসমূহ জানুন
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ – Samsung Galaxy F23
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ দিচ্ছে ৫জি ফোনে দারুণ চমক
স্যামসাং এর পক্ষ থেকে বেশ কম দামে সেরা একটি ৫জি ফোন হলো স্যামসাং গ্যালাক্সি এফ২৩। এমনকি ৩০হাজার টাকার মধ্যেও সেরা ফোনগুলোর মধ্যে এটি একটি। ৫জি ফোন হওয়া স্বত্বেও এই ফোনটির ক্যামেরা বেশ অসাধারণ ও পারফরম্যান্স এর দিক দিয়ে ফোনটি বেশ সন্তুষ্টিদায়ক।
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি
র্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর দাম ২৭,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এ৭২ – Samsung Galaxy A72
Samsung Galaxy A72
৪৬ হাজার টাকার ফোনে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর দেখে স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটি অনেকের অপছন্দের তালিকায় থাকবে। তবে এর অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স ও সর্বোপরি দিক বিবেচনা করলে দাম হিসেবে ফোনটিকে ভালো বলতেই হয়।
স্যামসাং গ্যালাক্সি এ৭২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ২৫৬জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ৭২ মোবাইল ফোনের দাম ৪৫,৯৯৯টাকা
আরো জানুনঃ শাওমি রেডমি ফোনের দাম
স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি – Samsung Galaxy A52S 5G
Samsung Galaxy A52S 5G
আপনার বাজেটের যদি হয় ৪৫হাজার টাকা বা ৫০হাজার টাকার মধ্যে, তাহলে আপনার সকল চাহিদা পূরণে সক্ষম স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি। এটি মূলত তালিকার অন্য ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৫২ এর ৫জি সংস্করণ। তবে দারুণ দেখতে এই ফোনের ডিজাইন যে কারো মন কেড়ে নিতে বাধ্য। তাই এই বাজটের মধ্যে ৫জি সুবিধাযুক্ত ফোন খুঁজলে দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর দামঃ ৪৪,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এম৬২ – Samsung Galaxy M62
Samsung Galaxy M62
ইতিমধ্যে আমরা স্মার্টফোনে ৬০০০মিলিএম্প এর ব্যাটারি দেখেছি। তবে স্মার্টফোন ব্যাটারি ক্যাপাসিটি লিমিটের রেকর্ড গড়েছে স্যামসাং গ্যালাক্সি এম৬২ ফোনটি। এর ৭০০০মিলিএম্প বিশাল ব্যাটারি এই তালিকার কিছু ফোন এর ব্যাটারি ক্যাপাসিটির চেয়ে প্রায় দেড় বা দুইগুণ। এছাড়াও ফোনটিতে বেশ শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দারুণ ক্যামেরা সেটাপ রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৬২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ৯৮২৫
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৭০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম৬২ এর দামঃ ৩৪,৯৯৯টাকা
আরও জানুনঃ বিশ্বের সেরা স্মার্টফোন ২০২২
স্যামসাং গ্যালাক্সি এ৫২ – Samsung Galaxy A52
Samsung Galaxy A52
স্যামসাং এর ফোন যাদের পছন্দ, তাদের জন্য ৩৫হাজার টাকার মধ্যে অসাধারণ একটি ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫২। ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ও শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরকে সাথে নিয়ে বাজারের অন্য ফোনের সাথে প্রতিযোগিতায় টিকে আছে ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭২০জি
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর দামঃ ৩৩,৯৯৯টাকা
আরো জানুনঃ সেরা ক্যামেরা ফোন ২০২২
স্যামসাং গ্যালাক্সি এ৩২ – Samsung Galaxy A32
স্যামসাং গ্যালাক্সি এ৩২ - Samsung Galaxy A32
একই ফিচারের বাজারের অন্যান্য ফোনের চেয়ে বেশ নাজুক অবস্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনটি। রেডমি ৯ এর মত ১৫হাজার টাকার ফোনে ব্যবহৃত হেলিও জি৮০ প্রসেসর ২৫হাজার টাকা থেকে অধিক দামী ফোনে ব্যবহার করা যুক্তিযুক্ত হলো কিনা সেই প্রশ্ন থেকেই যায়।
স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
র্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর দামঃ
৬জিবি র্যাম + ৮জিবি স্টোরেজঃ ২৫,৯৯৯টাকা
৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৭,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এম৩১ মোবাইল ফোনের দাম – Samsung Galaxy M31
স্যামসাং গ্যালাক্সি এম৩১ - Samsung Galaxy M31
২৫০০০ টাকা বাজেটের ভালো ফোন খুঁজছেন? দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ৯৬১১
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৬০০০মেগাপিক্সেল
স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দামঃ ২৩,৯৯৯টাকা
আরও জানুনঃ ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এম৩২ – Samsung Galaxy M32
Samsung Galaxy M32
স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনটিতে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি ও ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে। তবে এর প্রসেসর আপনার খুব একটা পছন্দ নাও হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এম৩২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
র্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম৩২ এর দামঃ ২২,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এ২২ – Samsung Galaxy A22
Samsung Galaxy A22
স্যামসাং গ্যালাক্সি এ২২ ও এফ২২ ফোন দুইটি অনেকটা একই ধরনের। একই চিপসেট ও ক্যামেরা সেটাপ থাকলেও স্যামসাং গ্যালাক্সি এ২২ এর দাম কিছুটা বেশি আর এতে রয়েছে অপেক্ষাকৃত ছোট ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি এ২২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
র্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ২২ এর দামঃ ২০,৯৯৯টাকা
আরো জানুনঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এফ২২ মোবাইলের দাম – Samsung Galaxy F22
Samsung Galaxy F22
স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনটিতে অপেক্ষাকৃত কম বাজেট রেঞ্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এর অসাধারণ অপটিমাইজেশনের কারণে ডিভাইসটির পারফরম্যান্সে কোনো কমতি চোখে পড়েনা।
স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
র্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর দামঃ ১৯,৪৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এম২১ – Samsung Galaxy M21
স্যামসাং গ্যালাক্সি এম২১ - Samsung Galaxy M21
বাংলাদেশের বাজারে ঝড় তোলা একটি স্মার্টফোন হলো স্যামসাং গ্যালাক্সি এম২১। এই ফোনে শক্তিশালী চিপ থেকে শুরু করে সকল দিকে নজর রেখেছে স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এম২১ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ৯৬১১
র্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম২১ এর দামঃ ১৮,৯৯৯টাকা
আরো জানুনঃ অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করার উপায়
স্যামসাং গ্যালাক্সি এম১২ – Samsung Galaxy M12
স্যামসাং গ্যালাক্সি এম১২ - Samsung Galaxy M12
স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে থাকা ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ যেকোনো ধরনের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে সক্ষম। স্যামসাং মোবাইল ফোনের দাম নিয়ে যারা আগ্রহী তাদের সবার জন্য এটি মাঝামাঝি বাজেটের একটি ফোন হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এম১২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
র্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দামঃ ১৮,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এ১২ – Samsung Galaxy A12
Samsung Galaxy A12
যাদের বাজেট ১৫হাজার টাকা বা তার আশেপাশে, তারা দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি। কম দামে স্যামসাং প্রসেসরযুক্ত এই ফোনটিতে থাকা ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ফোনটির প্রধান আকর্ষণ।
স্যামসাং গ্যালাক্সি এ১২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
র্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ১২ এর দামঃ
৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৯৯৯টাকা
৪জিবি + ১২৮জিবি স্টোরেজঃ ১৬,৪৯৯টাকা
আরো জানুনঃ ভিভো মোবাইলের দাম ২০২২
স্যামসাং গ্যালাক্সি এ০৩এস – Samsung Galaxy A03S
Samsung Galaxy A03S
১৫হাজার টাকার মধ্যে স্যামসাং এর আরেকটি ফোন হলো স্যামসাং গ্যালাক্সি এম০৩এস। মিডিয়াটেক প্রসেসরের সাথে ফোনটিতে বাজেট বিবেচনায় ভালো মানের ক্যামেরা ও বিশাল ব্যাটারি রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৩এস এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
র্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ৬৪জিবি
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ০৩এস এর দামঃ ১৩,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এম০২এস – Samsung Galaxy M02S
স্যামসাং গ্যালাক্সি এম০২এস - Samsung Galaxy M02S
যারা স্ন্যাপড্রাগন প্রসেসর এর পাশাপাশি স্যামসাং এর ফোন পছন্দ করেন তারা স্যামসাং গ্যালাক্সি এম০২এস ফোনটি দেখতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
র্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ৬৪জিবি
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর দামঃ ১২,৯৯৯টাকা
আরো জানুনঃ রিয়েলমি ফোনের দাম ২০২২
স্যামসাং গ্যালাক্সি এম০১এস – Samsung Galaxy M01S
Samsung Galaxy M01S
১২হাজার টাকা প্রাইস ট্যাগ নিয়ে স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর অবস্থা এই তালিকায় বেশ নড়বড়ে বলা চলে। তবে আপনার বাজেট কম হলে এটা দেখতেই পারেন।
স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.২ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৬২
র্যামঃ ৩জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর দামঃ ১১,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর – Samsung Galaxy A03 Core
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর
১০হাজার টাকা দামের মধ্যে যারা স্যামসাং ফোন খুজছেন, তাদের জন্য সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি বাজারে নিয়ে আসে স্যামসাং। মানানসই স্পেসিফিকেশন এর এই ফোনটি যেকোনো ধরনের সাধারণ ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ দারুণ একটি পছন্দ হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ ইউনিসক
র্যামঃ ২জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর দামঃ ৯,৬৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এম০২ মোবাইল ফোনের দাম – Samsung Galaxy M02
samsung m02
১০হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং ফোন হিসেবে বেশ ভালো সুনাম অর্জন করতে পেরেছে স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটি। সাধারণ ব্যবহারের জন্য এই ফোনটি ভালো একটি ডিভাইস হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এম০২ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৩৯
র্যামঃ ২জিবি/৩জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম০২ এর দামঃ
২জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৮,৫৯৯টাকা
৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৯,৯৯৯টাকা
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর – Samsung Galaxy M01 Core
Samsung Galaxy M01 Core
বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে যে স্যামসাং স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর। ৭০০০ টাকা দামের এই ডিভাইসটি দেখতে সাধারণ।
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৫.৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৩৯
র্যামঃ ২জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এর দামঃ ৬,৯৯৯টাকা
বাংলাদেশে আরো বেশ কিছু মডেলের ফোন বিক্রি করে স্যামসাং। সবগুলো দেখতে এখানে তাদের অফিসিয়াল পেজ ভিজিট করুন।
আপনার পছন্দের স্যামসাং স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।